Vendor Rules

চিত্রলিপিতে ভেন্ডর (সেলার) অ্যাকাউন্ট খোলার নিয়মাবলী-

চিত্রলিপিতে আপনি Graphic Design Resource আপলোড করে পারিশ্রমিক অর্জন করতে পারবেন।

সঠিক ই মেল আইডি, নাম, ঠিকানা, ফোন নম্বর এবং পেমেন্ট ডিটেল্স ভেন্ডর (সেলার) অ্যাকাউন্ট তৈরি করার সময় সঠিকভাবে প্রদান করতে হবে।

পেমেন্ট সম্পর্কিত নিয়মাবলী-

  1. আপনার নির্ধারিত মূল্যের ওপর 18% GST এবং 2% গেটওয়ে চার্জ সংযুক্ত করে কাস্টমারের জন্য প্রদর্শিত হবে।

  2. আপনার ধার্য করা মূল্য থেকে চিত্রলিপির প্লাটফর্ম চার্জ 30% কেটে, বাকি টাকা ভেন্ডর (সেলার) পেমেন্ট হিসাবে রিকোয়েস্ট করা যাবে।

  3. রিকোয়েস্টেড পেমেন্টের পরিমান কমপক্ষে ৫০০ টাকা হলে, তবেই ক্যাশ আউটের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে।

  4. প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে সমস্ত রিকোয়েস্টেড পেমেন্ট ক্লিয়ার করা হবে।

ডিজাইন সম্পর্কিত নিয়মাবলী-

  1. আপনার ডিজাইনটি নির্বাচনের বিষয়ে চিত্রলিপি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত

  2. আপনার ডিজাইনটি অবশ্যই নিজস্ব মৌলিক সৃষ্টি হতে হবে। যদি পরবর্তীতে ডিজাইনটি নিয়ে কপিরাইট সংক্রান্ত কোনরকমের সমস্যার সৃষ্টি হয়, তার দায়ভার সম্পূর্ণ আপনার নিজের। চিত্রলিপি বা লিপিঘর এর জন্য কোনভাবেই দায়ী থাকবে না।

  3. আপনার ডিজাইনটি নিয়ে যদি কোন ধরণের অভিযোগ আসে, এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আপনার ডিজাইনটি যে কোনো সময়ে চিত্রলিপি কর্তৃপক্ষ সরিয়ে ফেলতে পারে।

  4. আমরা আপনারআবেদনের সত্যতা যাচাই করার জন্য আপনার প্রদত্ত ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারি।

অন্যান্য নিয়মাবলী-

  1. সাবমিট করা যে কোন ডিজাইনকেই চিত্রলিপির প্রচারের জন্য ব্যবহার করা হতে পারে।

  2. ভেন্ডরের সাবমিট করা যোগাযোগ মাধ্যম (ফোন/ ইমেল/ ফেসবুক – ইত্যাদি) -র মাধ্যমে চিত্রলিপি কর্তৃপক্ষ ভেন্ডরের সাথে যে কোন রকম ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ স্থাপন করতে পারে।

Shopping Cart
Scroll to Top